আর্কাইভ থেকে বিএনপি

বিএনপির ১৬ জানুয়ারির কর্মসূচিতে পরিবর্তন

দশ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ১৬ জানুয়ারি কেন্দ্রসহ জেলা, উপজেলা ও মহানগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও সেখানে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, জেলা শহর বাদে সারাদেশে সব মহানগর, উপজেলায় সমাবেশ ও মিছিল করবে বিএনপি।

এর আগে, বুধবার (১১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি থেকে ১৬ জানুয়ারি সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

তিনি বলেছিলেন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ হবে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন