আর্কাইভ থেকে ফুটবল

অলিম্পিকের বাছাইয়ে সাবিনেদের প্রতিপক্ষ যেসব দল

আগামী বছর অর্থাৎ ২০২৪ অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। অলিম্পিক গেমসের অন্যতম একটি ইভেন্ট নারী ফুটবল ।

অলিম্পিকে এশিয়ার কোটার জন্য বাছাই পর্ব শুরু হবে আগামী ৩ থেকে ১৩ এপ্রিল। তার আগে হয়ে গেলো এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ড্র।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে বাংলাদেশে পড়েছে 'বি' গ্রুপে। গ্রুপের অন্য দেশ গুলো হলো ইরান, মায়ানমার ও মালদ্বীপ।

বাছাই পর্বে ২৬ দলকে ভাগ করা হয়েছে ৭ গ্রুপে। ৫ গ্রুপে চারটি করে ও ২ গ্রুপে রয়েছে তিনটি করে দল। ৭ গ্রুপের চ্যাম্পিয়ন দল অংশ নেবে অলিম্পিক বাছাইয়ের পরবর্তী রাউন্ডে।

অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে সাবিনা- সানজিদারা।

 

আর পড়ুনঃ বিশ্বকাপের মেডেল নয়, পেলেকে স্মরণ করলেন মেসি

এ সম্পর্কিত আরও পড়ুন