দেখুন কে ফিরে এসেছে!
দেখুন কে ফিরে এসেছে! ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে অ্যাঙ্গার্সের বিপক্ষে বুধবার (১১ জানুয়ারি) মাঠে নেমেছিল পিএসজি। আর সেই ম্যাচে বিশ্বকাপ জয়ের ২৩ দিন পর ফুটবল মাঠে ফিরলেন লিওনেল মেসি।
নেমেই প্রমাণ করলেন কেন তাকে বলা ফুটবলের জাদুকর। এক গোল এবং এক এ্যাসিস্ট। জয় এনে দিলেন দলকে। অথচ এই দলটাই আগের ম্যাচে মেসির অনুপস্থিতিতে লেঁস এর কাছে হেরেছে ৩-১ গোলে।
কে বলব এই মেসির বয়স পৌঁছেছে ৩৬ বছরে। যেন ২৪ বছরের এক টগবগে যুবক দাপিয়ে বেড়াচ্ছে ফুটবল মাঠ।
তাই তো ম্যাচ শেষে কোচ ক্রিস্টোফের সহজ স্বীকারোক্তি, আজ আবারও আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে দেখলাম। আমরা যখন তাকে মাঠে রাখি, আমাদের জয়ের সম্ভাবনা নিশ্চিত থাকে। সে পুরো ম্যাচ খেলতে পেরেছে, এটা আমাদের জন্য খুবই ভালো।
আর মেসি ভক্তরাও হয়তো গলা ফাটিয়ে বলতেই পারে,দেখুন কে ফিরে এসেছে!
মাঠে নামার আগে মেসি স্মরণ করেছিলেন ফুটবলের রাজা পেলেকে। গায়ে জড়িয়ে ছিলেন পেলের ছবি সম্বলিত একটি সাদা টি-শার্ট। যেখানে লেখা ছিল ‘অমর পেলে’।