আর্কাইভ থেকে ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় ভারতের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে ভারত। প্রথম ওয়ানডেতে ৬৭ রানের জয়ে পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ভারত।

আজ বুধবার ( ১২ জানুয়ারি) কলকাতা ইডেন গার্ডেনে টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুটা ভালো হলেও হঠাৎ নাটকীয় ধস নামে লঙ্কানদের।মাত্র ৩৯.৪ ওভার খেলে ২১৫ রান করেই গুটিয়ে যায় লঙ্কানরা।

অল্প রান তাড়া করতে নেমেও শুরুতেই বিপাকে পড়েছিল স্বাগতিকরা। ১৪.২ ওভারে ৮৬ রানেই হারায় ৪ উইকেট। অধিনায়ক রোহিত শর্মার (১৭) উইকেট তুলে নেন চামিকা করুনারত্নে। ২১ রান করা শুভমান গিলকে থামান লাহিরু কুমারা এবং বিরাট কোহলিকেও (৪) সাজঘরে পাঠান এই লঙ্কান পেসার। চতুর্থ উইকেটের পতন ঘটে কাসুন রাজিথার বলে। তিনি আউট করেন শ্রেয়াস আইয়ারকে (২৮)।

পঞ্চম উইকেট জুটিতে দলকে বিপদ থেকে টেনে তুলেন লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ১০৩ বলে ৬৪ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি এবং হার্দিক পান্ডিয়া করেন ৩৬ রান। এরপর ২১ বলে ২১ রান করা অক্ষর ও ১০ বলে ১০ রান করা কুলদীপকে নিয়ে ৪০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত যায় ভারত।

এ সম্পর্কিত আরও পড়ুন