ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার, নেই রোনালদো
ফিফা বর্ষসেরা পুষ্কারের তালিকায় জায়গা পেয়েছে পিএসজির তিন ফরোয়ার্ড মেসি-নেইমার এবং এমবাপ্পে। তবে তালিকায় জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মোট ১৪ ফুটবলারের নাম প্রকাশ করেছে ফেডারেশন ইন্টারন্যাশনাল অব ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। ১৪ জনের মধ্য থেকে ভোটাভুটি শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা।
২০২১–২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সকে মূল্যায়ন করে প্রকাশ করা হয়েছে এ তালিকা।
মেসি-নেইমার-এমবাপ্পে ছাড়াও তালিকায় জায়গা পেয়েছেন- হুলিয়ান আলভারেজ, ভিনিসিয়ুস জুনিয়র, জুডে বেলিংহাম, করিম বেনজেমা, ডি ব্রুইনা, হ্যালান্ড, আশরাফ হাকিমি, লেভানডভস্কি, , লুকা মড্রিচ, মোহাম্মদ সালাহ ও সাদিও মানে।