ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে আপত্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী
ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে বাংলাদেশের কোনো আপত্তি নেই। এই জোট থেকে লাভবান হলে বাংলাদেশ যোগদান করবে। এ বিষয়ে আমরা স্টাডি করছি। এ জোট মানবাধিকার ও গণতন্ত্রে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আবদুল মোমেন বলেন, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাংলদেশ মেনে চলবে। যুক্তরাষ্ট্রের সুপারিশ গঠনমূলক ও জনগণের কল্যাণে হলে তা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমেরিকা গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাসী। বাংলাদেশও তাতে বিশ্বাস করে। ডোনাল্ড লু আসলে তার সঙ্গে দুই দেশের ইস্যু নিয়ে কথা বলবো। আমরা আমাদের ইস্যু তুলে ধরবো, উনারা তাদেরটা তুলে ধরবে। অনেকগুলো মিটিং যুক্তরাষ্ট্রের সঙ্গে করে যাচ্ছি, অনেক ইস্যুতে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৩ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নতুন অর্থনৈতিক জোট ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) এর উদ্বোধন করেন। বাংলাদেশকে এই জোটে যুক্ত করতে শুরু থেকে আগ্রহী যুক্তরাষ্ট্র।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করা আইপিইএফ এর ঘোষিত লক্ষ্য।