বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়
বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় বিয়ে করেছেন। আকদ অনুষ্ঠানে ঘিয়া রঙের পাঞ্জাবি ও হালকা গোলাপি কটি পরেছিলেন জয়।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়।
জানা গেছে, তার স্ত্রীর নাম কাকন ভুঁইয়া। তিনি ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
এসময় জয়ের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ অনেকে।