স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা
রাজধানীর রামপুরা টিভি সেন্টারের পাশে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনোয়ার আদিব (৩০) নামে এক যুবক।
মৃত মনোয়ারের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার দারিয়াল গ্রামে। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রীকে নিয়ে রামপুরাতেই থাকতেন তিনি।
শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, গতকাল রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মনোয়ারের। পরে স্ত্রীকে রুম থেকে বের করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন তিনি। পরে ডাকাডাকি করলে দরজা না খোলায় স্ত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনা রামপুরা থানাকে জানানো হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছে।