বিশ্ব ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে কনকনে শীত উপেক্ষা করেই চলছে বিশ্ব ইজতেমা।
ইজতেমার দ্বিতীয় দিনে শুক্রবার রাত ও শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত আরও তিনজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তাদের সবারই বয়স ৭০ এর কাছাকাছি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়দানে মরদেহের জিম্মাদার মাওলানা মুহাম্মদ শাকের
তিনি জানান, মৃত মুসল্লিদের মরদেহ উদ্ধার করে গোসল ও কাফন পরিয়ে স্বজনদের জিম্মায় তুলে দেয়া হয়েছে।
তারা হলেন, নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক এবং খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান।
এর আগে শুক্রবার বিকাল পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছিলেন। তারা হলেন, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), সিলেটের নুরুল হক (৬৩) এবং মুন্সীগঞ্জের আক্কাস আলী (৫০)।