সাকিব ঝড়ে ১৭৭ সংগ্রহ বরিশালের
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে দিনের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ঝড় তুলেছে সাকিব আল হাসান। তার ৪৫ বলে ৮১ রানের ইনিংসে বরিশাল সংগ্রহ করেছে ১৭৭ রান।
আজ শনিবার (১৪ জানুয়রি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বরিশাল। গতোদিনের মতো আজকেও ওপেন করা মেহেদী হাসান মিরাজ হতাশ করেন দর্শকদের। মাত্র ৬ রান করে ফিরে যান তিনি। চতুরঙ্গ ডি সিলভা ১২ বলে ২১ রান করে আউট হলে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলে সাকিবের দল।
দলের আরেক ওপেনার এনামুল হক বিজয় ২০ রান করে ফিরে গেলে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব। সাকিবের ঝড়ের সাথে সঙ্গ দিতে শুরু করেন ইব্রাহিম জাদরানও। ২০ বলে ২৭ রান করে ব্যর্থ হন জরদান। এরপর ইফতিখার আহমেদ ৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ০ করে বিদায় হয়ে গেলেও থামেননি সাকিব।
৪৫ বলে ৮১ রানের ইনিংসে ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি।
কুমিল্লার হয়ে স্পিনার তানভীর ইসলাম শিকার করেন সর্বচ্চো ৪টি উইকেট।