মোবাইল ব্রান্ড লিনেক্সের রিটেইলার মিট অনুষ্ঠিত
বাংলাদেশের বহুল বিক্রিত এবং স্বনামধন্য ব্রান্ড লিনেক্স মোবাইলের রিটেইলার মিট অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সকল খুচরা বিক্রেতাদের সাথে মত বিনিময় শেষে ৩০ জন শ্রেষ্ঠ রিটেইলার এর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
গেলো শুক্রবার (১৩ জানুয়ারি) লিনেক্স মোবাইলের পরিবেশক মা টেলিকম এর উদ্যোগে খাগড়াছড়ির হোটেল গাইরিং এ অনুষ্ঠানটির আয়োজন হয়।
মা টেলিকম, খাগড়াছড়ির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব রনি সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত রিটেইল মিটে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা টেলিকম এর চেয়ারম্যান জনাব জয় সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিনেক্স মোবাইল এর এরিয়া চ্যানেল ম্যানেজার ইয়াকুব বাদশা।
লিনেক্স ইলেকট্রনিক্সস বাংলাদেশ লিমিটডের এরিয়া চ্যানেল ম্যানেজার ইয়াকুব বাদশা বক্তব্যে বলেন, বেঙ্গল গ্রুপের নিজস্ব কারখানায় উৎপাদিত লিনেক্স মোবাইল বরাবরের মত তার মানসম্মত পন্য উৎপাদনে বদ্ধ পরিকর। অভিজ্ঞ কোয়ালিটি কন্ট্রোল টিমের সহযোগিতায় প্রতিটি মোবাইল উৎপাদনের সময় এর মান শতভাগ নিশ্চিত করা হয় ।
তিনি আরও বলেন, সমগ্র বাংলাদেশে পন্যের শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে লিনেক্স মোবাইলের ১৮ টি সার্ভিস সেন্টার এবং ৪০ টি কালেকশন পয়েন্ট কাজ করে যাচ্ছে।