আর্কাইভ থেকে বাংলাদেশ

লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো ইংলিশরা

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল ইংল্যান্ড।

৩০ বলে ফিফটি ছুঁয়ে ৭৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন ডেভিড মালান। ৪৩ বলে ৫১ রান করেন কিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো। তাদের শতরানের উদ্বোধনী জুটির সৌজন্যে ৬ উইকেটে ১৮০ রান করে ইংল্যান্ড। এরপর ডেভিড উইলি, স্যাম কারানদের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯১ রানে।

সাউদাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে মালান ও বেয়ারস্টোর ব্যাটে দারুণ শুরু পায় ইংল্যান্ড। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই দলকে শতরানের পুঁজি এনে দেন দুজন। ৫১ রান করে ইসুরু উদানার বলের বোল্ড হয়ে ফিরে যান বেয়ারস্টো। তবে আরেক ওপেনার মালান এগিয়ে নিয়ে যান দলকে। ৩৬ বলে ব্যক্তিগত ৭৬ রানের চমৎকার ইনিংসে থামেন তিনি। দুই ওপেনার বিদায়ের পর আর কোন ইংলিশ ব্যাটসম্যান উইকেটে দাঁড়াতে পারেননি।

শেষ দিকে দ্রুত উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ইংলিশরা। লঙ্কানদের পক্ষে ১৭ রানে ৪ উইকেট নেন চামিরা।

ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ২৭ রানে নেন ৩ উইকেট। কারান নেন ২ উইকেট।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন