বৃহস্পতিবারের লকডাউনে অফিস-আদালত বন্ধে নতুন সিদ্ধান্ত
দেশে কোভিড-১৯ এর সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ বিষয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করা হবে।
এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে জরুরি তথ্য বিবরণীতে সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা দিয়ে ছিলো তথ্য অধিদপ্তর।
পরে শনিবার রাতে এ সিদ্ধান্তের পরির্বতন আসে। বলা হয়- ২৮ জুন নয়, ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জানা গেছে, বাজেট অধিবেশন, বাজেট পাস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জুন ক্লোজিং এর জন্য কঠোর লকডাউন সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।
লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন হলেও সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এ সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে। আর ১ জুলাই থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।
মুক্তা মাহমুদ