ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। জেলায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের।
রোববার (২৬ জুন) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের গণমাধ্যমের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
এ নিয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মমেকের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে, ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৬২ শতাংশ।
মুক্তা মাহমুদ