মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ১৫ জনের বিচার শুরু
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জগঠন হয়েছে। এ মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আজ রোববার ( ২৭ জুন) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুনানি শেষে চার্জগঠন হয়। এরমধ্য দিয়ে শুরু হলো বহুল আলোচিত এ মামলার বিচার কাজ।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। কঠোর নিরাপত্তায় কাঠগড়ায় তোলা হয় ১৫ আসামিকে।
এ মামলার সাক্ষ্য গ্রহণে দিন ঠিক করা হয়েছে ২৬, ২৭ ও ২৮ জুলাই।
উল্লেখ্য, গেলো বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলা করেন।