বৃহস্পতিবার থেকে মাঠে নামতে পারে সেনাবাহিনী
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। ওই দিন থেকে সেনাবাহিনীও মাঠে নামতে পারে।
ঢাকায় রিকশা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো গণপরিবহন চলতে দেওয়া হবে না। এছাড়া দেশব্যাপীও বন্ধ থাকবে সব ধরনের যানবাহন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার (২৬ জুন) সংবাদমাধ্যমকে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ লকডাউনের সময় আরও বাড়ানো হতে পারে। মাঠপর্যায়ে লকডাউন পালনে পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। প্রয়োজনে সেনাবাহিনীও নামতে পারে।
সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও অর্থবছরের শেষ সময় হওয়ায় সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এই সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে।
আর ১ জুলাই থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।
মুক্তা মাহমুদ