যশোরে করোনায় ৮ জনের মৃত্যু
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন।
রোববার (২৭ জুন) যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩১ জন।
সিভিল সার্জন জানান, জুন মাসের শুরু থেকেই যশোরে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। বর্তমানে এ সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে। প্রথম দিকে শহর অঞ্চলে সংক্রমণের ঊর্ধ্বগতি পরে গ্রামেও শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। গ্রাম অঞ্চলের মানুষ উপসর্গকে গুরুত্ব দিচ্ছে না যে কারণে মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষে থেকে মানুষকে সচেতন করছি। করো যদি উপসর্গ থাকে তাহলে তারা যেন চিকিৎসকের পরামর্শ নেয়। আমাদের টেলিমেডিসিন আছে সেখান ফোন দিয়ে চিকিৎসা নেয়া যায়।
তিনি আরো বলেন, সঠিক সময়ে যদি ডাক্তারের পরামর্শ নেয় তাহলে এই মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।
মুক্তা মাহমুদ