শাস্তি পেতে যাচ্ছেন মার্টিনেজ!
ফিফা কাতার বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়ে লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ে অনেক বেশি অবদান ছিল এমিলিয়ানো মার্টিনেজের। আর্জেন্টিনা গোলমুখে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা গোলরক্ষক।
তবে গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েন তিনি। শুধু তাই নয় দেশে ফিরে কিলিয়ান এমবাপ্পের পুতুল নিয়ে উল্লাসও করতে দেখা গেছে তাকে।
মার্টিনেজের এমন আচরণের পর ফ্রান্স ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে ফিফার কাছে। সেই ঘটনায় পদক্ষেপও নিয়েছে ফিফা।
আরও পড়ুনঃ ১০ কোটি ইউরোতে ‘ইউক্রেনের নেইমারকে’ পাচ্ছে চেলসি
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফিফার নিয়মের ১১ (আপত্তিকর আচরণ এবং ফেয়ার প্লের নীতির লঙ্ঘন) এবং 12 (খেলোয়াড় এবং কর্মকর্তাদের অসদাচরণ) নম্বর ধারা ভেঙেছেন মার্টিনেজ। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি দোষ প্রমাণিত হয় তা হলে মার্টিনেজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে শুধু মার্টিনেজের বিরুদ্ধেই নয়, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও তদন্ত করবে ফিফা। ফাইনালে ডিসিপ্লিনারি নীতিমালার ৪৪তম ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মিডিয়া ও মার্কেটিং নীতিমালা ভঙ্গের অভিযোগ রয়েছে।