রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ
রাজধানীর মগবাজারে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখানে আগুনের ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের কোনো খবর না পাওয়া যায়নি তবে আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার আড়ংয়ের শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আমরা একটি এসি বিস্ফোরণের সংবাদ পেয়েছি। তবে কেউ কেউ আবার ফোন করে বলেছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। নিশ্চিত কোন তথ্য জানতে পারিনি।সঠিক তথ্য জানার চেষ্টা চলছে।
মুনিয়া