চট্টগ্রামে করোনায় নতুন করে ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬৮৮ জনে দাঁড়াল। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩২৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৯৯৭ জনে।
সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল একহাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৩২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ২২৭ ও উপজেলার ১০০ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪৭ জনের করোনা পজিটিভ এসেছে।
পাশাপাশি মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৪ জন ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মুনিয়া