চট্টগ্রামের বিপক্ষে প্রথম জয় কুমিল্লার
বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় স্বাগতিক চট্টগ্রামকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা। চট্টগ্রামের করা ১৩৫ রান তুলতে খেলেছে মাত্র ১৭.৩ ওভার।
কুমিল্লার সামনে লক্ষ্য ছিল মোটে ১৩৬ রানের। দুই ওপেনার লিটন দাস আর মোহাম্মদ রিজওয়ান এনে দেন দারুণ সূচনা। পাওয়ার প্লেতে ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা।
ইনিংসের ষষ্ঠ ওভারে মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হবার আগে লিটন ২২ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪০ রানের ঝড় তুলেন। দশম ওভারে পুষ্পকুমারা এক বলের ব্যবধানে তুলে নেন অধিনায়ক ইমরুল ও আর জনসন চার্লসকে।
এরপর ২৩ বলে ২২ রানের ইনিংস খেলে এলবিডব্লিউ হন জাকের আলি। তবে কুমিল্লা ততক্ষণে জয় থেকে মাত্র ১১ রান দূরে। বাকি পথটা সহজেই পাড়ি দিয়েছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৩৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন দলের জয় পর্যন্ত।
এর আগে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ওপেনিংয়ের শুরুতেই উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলীয় ২ রানে শুন্য হাতে ৫ বল খেলে ফিরে যান উসমান খান। এরপর ক্রিজে এসে ম্যাক্স ও'ডাউডকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকে আফিফ হোসেন। দলীয় ৪৫ রানে ২১ বলে ২৯ রান করে আফিফ আউট হলে ক্রিজে নেমে দ্রুতই ফিরে যান ইরফান শুকুর।
এরপর ধ্বস নামে চট্টগ্রামের ব্যাটিং লাইনে। দলীয় ৭৩ থেকে ৭৮ রানের মধ্যে ফিরে যান ম্যাক্স ও'ডাউড ২৪ বলে ২৪, জিয়াউর ৫ বলে ২ ও দরবেশ রসুলী ১৪ বলে ১১ রান করে। ৯৮ রানে মাথায় মৃত্যুঞ্জয় চৌধুরি ফিরে গেলে আগ্রসী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। তার ২৩ বলে ৩৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আরও পড়ুনঃ আর্সেনাল নাকি বার্সাতেই থাকছেন রাফিনহা!