আর্কাইভ থেকে আবহাওয়া

শীতে কাঁপছে রাজশাহী, ২ বিভাগে শৈত্য প্রবাহ অব্যাহত

রাজশাহীতে আবারও বেড়েছে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৬ ডিগ্রী সেলসিয়াস যা গতকাল সোমবার ছিল ১২.৫ ডিগ্রী সেলসিয়াস। সামনের দু-তিন দিন তাপমাত্রা আরও কমতে পারে। এদিকে রংপুর ও রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এতে আরও বলে হয়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গেলো ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন