আর্কাইভ থেকে ফুটবল

ফ্রান্সে নেইমারের কড়া সমালোচনা

পরশু রাতে ফ্রান্স লীগের ম্যাচে রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি। দলটির হারের ম্যাচে মাঠে ছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার তিন তারকাই।

কিন্তু পিএজির হারের পর ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ তুমুল সমালোচনা করেছে নেইমার জুনিয়রকে নিয়ে। ২০১৭ সালে দলবদলে দামের (২২ কোটি ২০ লাখ ইউরো) বিশ্ব রেকর্ড গড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বার্সেলোনা থেকে দলে আনে পিএসজি। কিন্তু নেইমার তার দামের বিনিময়ে দলকে কি পরিমাণ সাফল্য দিতে পেরেছেন তা নিয়েই প্রশ্ন তুলেছে 'লেকিপ'।

লেকিপের সমালোচনার ভাষা ছিল বেশ কড়া, ‘সপ্তাহের মাঝে অঁজের বিপক্ষে ম্যাচের মতো বল পেতে নেইমার বেশি নিচে নেমেছেন। অনেক সময় নিজে নিজেই পার্থক্য গড়ে দেওয়ার চেষ্টা করেছেন। ফলে বল হারিয়েছেন কঠিন কিছু জায়গায় এবং কোনো বিপদ তৈরি করতে পারেননি রেঁনের সীমানায়। এমন পারফরম্যান্স বায়ার্নের বিপক্ষে মুখোমুখি হওয়ার মাসখানেক আগে দুশ্চিন্তার কারণ।’

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে লেকিপ বায়ার্ন মিউনিখের উদাহরণ টেনেছে । টুর্নামেন্টটির শেষ ষোলোয় বায়ার্নের বিপক্ষে প্রথম লেগ ১৪ ফেব্রুয়ারি, ফিরতি লেগ ৮ মার্চ।

শুধু ‘লেকিপ’ নয় ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি’র সংবাদকর্মী দানিয়েল রিওলোও তুমুল সমালোচনা করেছেন নেইমারের। তাঁর মতে, ‘আমরা কি বুঝতে পারছি, নেইমার ফুটবল ইতিহাসে বেতন ও দলবদল খরচ বিবেচনায় সবচেয়ে বড় ব্যর্থতা? আমার মাথায় এর চেয়ে বড় ব্যর্থতার নজির নেই।’

 

পিএসজি নেইমকে রেকর্ড মূল্য দিয়ে দলে নিয়েছিল চ্যাম্পিয়নস লিগ জিততে। নেইমার এখনো পিএসজিকে সেই অধরা চাঁদ এনে দিতে পারে নি। তাই তাকে নিয়ে এমন কড়া সমালোচনা।

এ সম্পর্কিত আরও পড়ুন