আর্কাইভ থেকে দেশজুড়ে

নিজেদের জন্য নয়, মানুষের জন্য কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিজেদের জন্য নয়, মানুষের জন্য কাজ করতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করানোর সময় এ কথা বলেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, নিজেদের জন্য নয়, মানুষের জন্য কাজ করতে হবে। যথা সময়ে সবার টিকাদান নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের নজরদারি বাড়ানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।  

এরআগে গণভবন থেকে ভার্চুয়ালি সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ওই অনুষ্ঠানেও সবাইকে টিকা নেয়ার পাশাপাশি অন্যকেও টিকা নিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১৪০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন