বেশি ওজনের জন্য মডেলকে বিমানের দুটি টিকিট কাটতে হয়েছিলো
নেটপ্রভাবী কায়লা লাভেন্ডের ওজন ছিল ১৫২ কিলোগ্রামেরও বেশি। সেই অতিরিক্ত ওজনের জন্যই গঞ্জনা শুনতে হতো তার। তা থেকে তৈরি হয় মানসিক অবসাদও। কিন্তু অবসাদকে চেপে বসতে দেননি তিনি। ৩৮ বছর বয়সি কায়লা শেষ পর্যন্ত ঝরিয়ে ফেলেছেন ৮৮ কিলোগ্রাম ওজন। ওজন ঝরানোর পর শুরু করেছেন মডেলিংও।
সমাজমাধ্যমে কায়লা জানান, এক বার ‘সাউথওয়েস্ট এয়ারলাইন’-এর বিমানে লাস ভেগাস থেকে লস অ্যাঞ্জেলেস যাচ্ছিলেন তিনি। সেই বিমানযাত্রায় তিনি একাই ছিলেন। কিন্তু বিমানে ওঠার পরই তাকে হেনস্থার সম্মুখীন হতে হয়।
তিনি জানান, অতিরিক্ত ওজনের জন্য বিমানসংস্থার পক্ষ থেকে তাকে বলা হয় একটি নয়, দু’টি আসন লাগবে তার। আর এইজন্য দু’টি টিকিট কাটতে হবে তাকে। কায়লা নিজেও স্বীকার করেছেন, সত্যিই তার দু’টি আসনেরই প্রয়োজন হয়। কিন্তু সেই অভিজ্ঞতা গভীর প্রভাব ফেলে তার মনে।
কায়লা লাভেন্ডে জানান, আগে কখনও নিজের শারীরিক গঠন নিয়ে মাথা ঘামাননি। কিন্তু বিমানের এই অভিজ্ঞতাই তার দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। প্রতিজ্ঞা করেন, ওজন কমিয়ে ফেলবেন। ছোট থেকেই থাইরয়েডের সমস্যা ছিল তার। সেই সমস্যাতেও যাতে লাগাম টানা যায়, তার জন্য নিয়ম করে খাওয়াদাওয়া ও শরীরচর্চা করার সিদ্ধান্ত নেন তিনি। যে খাদ্যতালিকা তিনি মেনে চলতেন, তাতে দিনে ১২০ গ্রাম প্রোটিন ও ৩০ গ্রাম কার্ব থাকত। সঙ্গে ‘গ্যাস্ট্রিক ব্যান্ড সার্জারি’ বলে একটি অস্ত্রোপচারও করান তিনি। জীবনধারায় বদল আনার পর বদল আসে ওজনেও। এখন তার ওজন ৬৩ কিলোগ্রামের কিছু বেশি। নিজের এই বদল সমাজমাধ্যমেও তুলে ধরেছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা হাজার হাজার। ওজন ঝরিয়ে নতুন জীবনে খুশি কায়লা।