শীত জেঁকে বসেছে পঞ্চগড়ে
শীত জেঁকে বসে জনজীবন স্থবির হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। আবারো তাপমাত্রা নামল ৬-এর ঘরে।
বুধবার (১৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) থেকে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কম। গত ১৪ জানুয়ারিতে রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে সাধারণ মানুষ কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
এদিকে, শীত প্রকোপে বেড়েছে নানা শীতজনিত রোগ। ঘরে ঘরে জ্বর, সর্দি,কাশি, শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, জেলায় আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ৬ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। জেলায় আজ মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।