'ভুয়ো নিউজ পোর্টাল আমাকে নিয়ে চটকদার শিরোনাম করে'
‘এই দেশের কিছু ভুয়ো নিউজ পোর্টাল আমাকে নিয়ে চটকদার নানা শিরোনাম করে। দয়া করে আপনারা এই ধরনের খবর করবেন না। আমার ১৭ বছরের একটা মেয়ে আছে। আপনারা আমাকে নিয়ে আর আপত্তিকর শিরোনামে খবর করবেন না আশা করি। বাংলাদেশ আমার বাবার দেশ, আমি চাই না কেউ এই দেশ নিয়ে খারাপ কথা বলুক।’ বললেন শ্রীলেখা মিত্র।
সোমবার (১৬ জানুয়ারি) ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ সিনেমার প্রদর্শনীতে হাজির ছিলেন শ্রীলেখা। আর সেখানে অনুষ্ঠান শেষে বাংলাদেশ মিডিয়ার মুখোমুখি হন।
এবং ছাদ ছবিটি-তে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা দু’ই সামলেছেন শ্রীলেখা। উচত্তর কলকাতার একটি ছাদ নিয়ে এই ছবির গল্প। সিনেমায় শ্রীলেখার দেখা মিলেছে এক হাউজওয়াইফের চরিত্রে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করেছিল এই শর্ট ফিল্মটি।
তবে ঢাকা চলচ্চিত্র উৎসবে শ্রীলেখার ছবি বাছাই করা হলেও, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পায়নি। এই নিয়ে একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছেন অভিনেত্রী।
ফেসবুকে নায়িকা লেখেন, নন্দন আমার ছবি দেখায়নি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার ছবি জায়গা পায়নি। কিন্তু বাংলাদেশ সাদর অভ্যর্থনা জানিয়েছে। উৎসবে শুধু না দেখানো নয়, শাসকদলের একটা অংশ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও করেছে। রীতিমতো ট্রোল করা হয়েছে এটা বলে, ‘এ বাবা শ্রীলেখার ছবি উৎসবে আমন্ত্রণ পেল না!’ তবে ঢাকা আমাকে সেই সুযোগ করে দিয়েছে। এই অনুভূতি বলে বোঝানোর নয়।