এবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল
ওয়ানডে ক্রিকেটে একের পর এক ভারতীয় ব্যাটার যেন হাঁকিয়েই চলেছে ডাবল সেঞ্চুরি। কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২০০ ছুঁয়ে ছিলেন ইশান কিশান। এবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ওপেনার শুভমান গিল।
ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি স্পর্শ করা ইতিহাসের দশম ব্যাটার শুভমান। এ নিয়ে ভারতের ছয়জন ব্যাটার দেখালেন এই কীর্তি। এর মধ্যে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার একারই আছে তিনটি।
আরও পড়ুনঃ রোনালদোদের বিপক্ষে খেলতে দোহায় মেসি-নেইমার-এমবাপ্পেরা
বুধবার (১৮ জানুয়ারি) রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ওপেনিং করতে নেমে ৯ টি ছয় ও ১৯ টি চারের সাহায্যে ১৪৯ বল খেলে ২০৮ রান করেন গিল। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
৩৫০ রানের লক্ষ্য নিয়ে এখন ব্যাট করছে নিউজিল্যান্ড।
আরও পড়ুনঃ লিটন দাসের হাতে বধ ম্যাশদের জয়ের মিশন