আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতের টুইটার প্রধান আটক

জম্মু-কাশ্মীর ও লাদাখকে বাইরে রেখে ভারতের মানচিত্র প্রকাশ করায়, ভারতে টুইটারের প্রধান, মনীশ মহেশ্বরীকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ।

বুলন্দ শহরে বজরং দলের এক নেতার মানচিত্র বিকৃতির মামলায়, তাকে আটক করা হয়।

নতুন ডিজিটাল আইন নিয়ে, বেশ কিছুদিন যাবৎ টুইটারের সঙ্গে ভারত সরকারের বিরোধ চলে আসছিল। এর মধ্যে টুইপ লাইফ বিভাগে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে রেখে মানচিত্র প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এটা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার প্রেক্ষিতে, সোমবার রাতেই সরিয়ে নেয় মানচিত্রটি। কিন্তু শেষ রক্ষা হলো না।

গ্রেপ্তার হতে হলো দেশীয় প্রধান মনীশ মহেশ্বরীকে। গেলো সপ্তায় দিল্লির কাছে এক মুসলিম ব্যক্তির ওপর হামলার ঘটনায়, তার বিরুদ্ধে শত্রুতা প্রচারের অভিযোগ আনে পুলিশ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন