হাসপাতালে কেউ মাস্ক পরে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনাভাইরাসের ভালো চিকিৎসা দেয়া হয়েছে। সকলে টিকা পেয়েছেন। মানুষ ভালো আছেন। এ কারণে এখন হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছেন। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, এখন কারও মনে ভয় নেই, সকলেই হাসপাতালে আসতে পারছে। কারণ, হাসপাতালে কেউ মাস্ক পরে না। এর অর্থ সবাই করোনার টিকা নিয়েছে। মনের ভেতর সবার সাহস রয়েছে। তারপরও জনগণকে সতর্ক থাকতে হবে।