সাকিব ইফতেকারে বিধ্বস্ত রংপুর
বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল। টচে হেরে ব্যাট করতে নেমে ইফতেকার আহমেদ এর অপরাজিত সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ৮৯ রানের ইংনিস বিধ্বস্ত করে রংপুরের বোলারদের। নির্ধারিত ২০ ওভার শেষে বরিশালের রান দাঁড়ায় ২৩৮।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টচে হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। শুরুটা খুব একটা ভালো ছিল না সাকিবদের। ৩০ রানে এনামুল হক বিজয় আউট হবার পর স্কোরবোর্ডে রান যোগ না হতেই বিদায় নেন ইব্রাহিম জর্ডান। এরপর ৪৬ রানে মাথায় আবারও দুই উইকেটের পতন। মিরাজের পর আউট হয়ে ফেরেন রিয়াদও।
ঠিক তারপর ইফতেকার আহমেদ ও সাকিব আল হাসান মিলে শুরু করেন তাণ্ডব। দুজন মিলে গড়েন রেকর্ড ১৯২ রানের জুটি। যা বিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জুটি।
৪৫ বলে ১০০ করেন ইফতেকার এবং ৪৩ বল খেলে ৮৯ রান করেন সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের এটাই সর্বোচ্চ রানের ইনিংস।