খুলনার বিপক্ষে ১৫৭ সংগ্রহ চট্টগ্রামের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম খেলায় প্রথমে ব্যাট করে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৫৭ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন পাকিস্তানি ক্রিকেটার উসমান খান।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত ৬ রানের মাথায় ফিরে যান ওপেনার ম্যাক্স ওডাউড। এরপর আফিফকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকে উসমান। তবে এই দুই ব্যাটারের ৭০ রানের জুটি ভাঙেন আমাদ বাট। উসমানকে ৪৫ রানে ফিরিয়ে দেন বাট।
এরপর ব্যক্তিগত ৩৫ রান করে বিদায় নেন আফিফ। আফগান ব্যাটার দরবেশ রাসুলি ২৫ রান বিদায় নেন।
তবে শেষ দিকে ফরহাদ রেজার ৯ বলে ২১ রানে ভর করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৭ রান। ওয়াহাব রিয়াজ ৪ টি ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২ টি উইকেট।