নিখোঁজের একদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল ইসলাম (৩৩) ওই এলাকার মৃত ফাকু শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেনি রফিকুল। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ সকালে ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।