আর্কাইভ থেকে ক্রিকেট

শুরু হচ্ছে পিএসএল, বিপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা!

২০২৩ সালের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসের ১৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আসরটির।

শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। ১৩ ফেব্রুয়ারি আসর শুরু হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১২ই মার্চ। এরপর প্লে-অফের লড়াই ১৫, ১৬ ও ১৭ই মার্চ। ১৯ মার্চ ফাইনাল এবং এর আগে প্লে-অফ সবই লাহোরে অনুষ্ঠিত হবে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের ফাইনাল খেলা লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান ।

 

পিএসএলের সূচি ঘোষণা করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোয়ালিফায়ার ও ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। বিপিএল শেষ হওয়ার আগেই পিএসএল শুরু হওয়ায় অনেক পাকিস্তানি ক্রিকেটারকে আগে ভাগেই বিপিএল ছাড়তে হতে পারে। যার ফলে শেষ সময়ে বিপিএল ঘরোয়া লিগে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

সংযুক্ত আরব আমিরাত লিগ অনুষ্ঠিত হওয়ায় এবারের বিপিএলে তেমন তারকা ক্রিকেটার আসেননি। এসেও চলে গেছেন ক’জন। বিপিএলে পাকিস্তান থেকেই বেশি সংখ্যক খেলোয়াড় খেলে থাকেন। তাদের নিয়েই বিপিএলের বেশিরভাগ দল সাজিয়ে থাকে।

এবারের আসরে দেশি ক্রিকেটারদের বাইরে নজরও কাড়ছেন কেবল পাকিস্তানের ক্রিকেটাররা। মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, খুশদিলরা জমিয়ে তুলছে এবারের আসর।

 

এ সম্পর্কিত আরও পড়ুন