আর্কাইভ থেকে শিক্ষা

নতুন পাঠ্যবইয়ে ‘ইসলামবিরোধী’ কিছু নেই: শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পাঠ্যবইয়ে ইসলাম ধর্ম বিরোধী কোনো কিছু নেই। ভিন্ন দেশের বই দিয়ে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২১ জানুয়ারি) এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর দশম সমাবর্তন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশবিরোধী, ধর্মান্ধ অপশক্তি এই ষড়যন্ত্র চালাচ্ছে। পাঠ্যপুস্তকের ভুল ধরিয়ে দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পাঠ্যপুস্তকের ভুল পর্যায়ক্রমে সংশোধনের আশা প্রকাশ করে মন্ত্রী জানান, যেসব স্কুলে এখনও নতুন বই পৌঁছায়নি, এ মাসের মধ্যেই তারা সব বই পেয়ে যাবে।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর দশম সমাবর্তন অনুষ্ঠানে অতিথির আসনে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুবানা হক। সমাবর্তন বক্তা ছিলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইমেরিটাস জন সেক্সটন।

উল্লেখ্য, এ সময় দীপু মনি করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা কার্যক্রম চালু রাখায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন