লিভারপুলেই থাকছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড!
এই মৌসুমে লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনহোর। গোল ডট কমের মতে সম্প্রতি তাকে সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে যোগদানের পরামর্শ দেওয়া হয়েছিল।
কিন্তু ফিরমিনহো জানালেন যে তিনি লিভারপুলেই খুশি এবং প্রিমিয়ার লীগেই খেলা চালিয়ে যেতে চান।
ফিরমিনো বলেন, " বড় খেলোয়াড়দের সঙ্গে প্রমিয়ার লীগে ফুটবল খেলা অসাধারণ। আমি এখানে খুশি, আমি এখানে থাকতে চাই এবং লিভারপুলকে সাহায্য করতে চাই”।
লিভারপুল ফিরমিনোকে একটি নতুন স্বল্পমেয়াদী চুক্তি প্রস্তাব করেছে। এ বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কিন্তু এখনও আলোচনা চলছে।
অলরেডসদের কোচ জারগেন ক্লোপও চাচ্ছেন ফিরমিনহো লিভারপুলেই থাকুক। ক্লপ বলে "আমি চাই ফিরমিনো এখানে থাকুক। সে জানে আমরা তার সম্পর্কে কি ভাবছি। কোন সমস্যা নাই। সে অনেক ভালো খেলোয়াড় কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত নই ফিরমিনহোর পরিকল্পনা কি।”
আরও পড়ুনঃ রোনালদোকে নিয়ে কোহলির কড়া জবাব
২০১৫ সালে লিভারপুলে যোগদানের পর ফিরমিনহো ৩৪৮ টি ম্যাচ খেলে গোল করেছেন ১০৭ টি এবং সহায়তা করেছেন ৭৮ টি গোলে। প্রিমিয়ার লীগ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলে মোট সাতটি ট্রফি জিতেছে।
আরও পরুনঃ ভারতকে জরিমানা করলো ম্যাচ রেফারি