রাজধানীতে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
পল্লবীতে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিপ্লব জামান ‘ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’ নামে একটি গণমাধ্যমে চাকরি করতেন।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পল্লবী থানার এডিসি নাজমুল হোসেন।
এডিসি নাজমুল হোসেন বলেন, পল্লবী সাংবাদিক প্লট রোড নম্বর ৭ এলাকার একটি ভবনের ফ্লাট থেকে বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।