আর্কাইভ থেকে ফুটবল

মেসির জার্সির দাম উঠেছে প্রায় ২৮ লাখ টাকা!

মেসি এবং রোনালদো দুই মহাতারকার দ্বৈরথ হয়তো শেষ বারের মতো উপভোগ করলো ফুটবল বিশ্ব। যেই ম্যাচে জয় পেয়েছিল পিএসজি কিন্তু জোড়া গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সিআর সেভেন।

এবার রোনালদোর বিপক্ষে খেলা সেই ম্যাচে মেসির পরিহিত জার্সিটির নিলামে দাম উঠেছে প্রায় ২৭ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা। ফরাসী ক্লাব পিএসজি তাদের ফুটবলারদের জার্সি নিলামে তোলার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও অনেক তারকার জার্সি নিলামে তুলেছিল ক্লাবটি। সমর্থকরাও মরিয়া হয়ে থাকে তারকা ফুটবলারদের জার্সির জন্য।

কাতার বিশ্বকাপ জয়ের পর পিএসজিতে ফিরে অঁজের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেন মেসি। সে ম্যাচে বিশ্বকাপজয়ী তারকার ব্যবহৃত জার্সিটি বিক্রি হয়েছে ৪৭ হাজার ৩০০ ডলারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ টাকা।পিএসজির ওয়েবসাইটে এই নিলামে সমর্থকেরা সরাসরি অংশ নিতে পারেন।

হয়তোবা শেষবারের মতো রোনালদোর বিপক্ষে ম্যাচ খেললো মেসি। তাই এ ম্যাচে যে জার্সি পরে খেলেছেন, সেটি নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ থাকাই স্বাভাবিক।

আর তাই তো মেসি ছাড়াও আরো ২০ জনের জার্সি নিলামে তুলেছে পিএসজি। কিন্তু যেখানে মেসির জার্সি পেতেই সমর্থকদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।

পিএসজির এই নিলাম চলবে আরো ৮দিন। একে তো বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টারের ব্যবহৃত জার্সি, তার ওপর রোনালদো- মেসি দ্বৈরথের সাক্ষী সেটি। হু হু করে এই জার্সির দাম আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন