অ্যানফিল্ডে পয়েন্ট ভাগাভাগি চেলসি-লিভারপুলের
চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না লিভারপুল ও চেলসি দুই দলেরি। চেলসির বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হয়েও জয় নিতে ব্যর্থ ক্লপের শিষ্যরা।
শনিবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের অলরেডস ও ব্লুজদের ম্যাচটি একদমি জমে উঠেনি। শেষপর্যন্ত শেষ হয়েছে গোলশূন্য থেকে।
প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য লিভারপুল, যার মধ্যে প্রথম দুটি হার। আরপরদিকে চেলসি একটি ড্র ও দুটি হারের পর জয়ের দেখা পেয়েছিল গত ম্যাচে।
ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসেছিল লিভারপুল।তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।ছন্দ খুঁজে ফেরা লিভারপুল ৩৭তম মিনিটে প্রথম কর্নার পায়। কিন্তু তা কোন কাজে লাগাতে পারেনি।
প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। খুব ভালো না হলেও কয়েকটি হাফ চান্স তৈরি করে তারা। তবে তার কোনোটাই ব্যবধান গড়ে দেওয়ার মতো যথেষ্ট হয়নি।
১৯ ম্যাচে সমান ৮টি করে জয় ও ৫টি করে ড্র নিয়ে এই দুই দলের পয়েন্ট সমান ২৯। গোল ব্যবধানে এগিয়ে আট নম্বরে লিভারপুল ও ১০ নম্বর অবস্থানে চেলসি।