আর্কাইভ থেকে ফুটবল

সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টারে ইউক্রেন

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউক্রেন। শেষ ষোলোর লড়াইয়ে সুইডেনকে তারা হারিয়েছে ২-১ গোলে। ১-১ সমতায় শেষ হয়েছিল নির্ধারিত সময়।
 
গ্লাসগোতে ২৭ মিনিটে ঝলক দেখায় ইউক্রেন। অলেকসান্দার জিনচিনকার গোলে এগিয়ে যায় দ্য ব্লু অ্যান্ড ইয়োলোজ। সমতায় ফিরতে ১৬ মিনিট সময় নেয় সুইডেন। গোল করেন এমিল ফশবেরি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 

ম্যাচের ৯৯তম মিনিটে ড্যানিয়েলসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সুইডেন। একেবারে শেষ মুহূর্তে দলের পক্ষে জয়সূচক গোল করেন আর্তেন ডবভিক। সেই গোলেই নিশ্চিত হয় ইউরোতে ইউক্রেনের প্রথম কোয়ার্টার ফাইনাল। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন