হারুনসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের আবেদন করা হয়েছে আদালতে। এছাড়া ২০০ থেকে ৩০০ অজ্ঞাত পুলিশকে আসামি করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেবেন বলে জানান।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার বিষয়টি এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আবেদন গ্রহণ করেছেন।