আর্কাইভ থেকে দুর্ঘটনা

বাসের চাপায় পিষ্ট হয়ে এক ছাত্রীর মৃত্যু

রাজধানীতে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় নাদিয়া নামের নর্দান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাস চাপায় নিহত হন।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নাদিয়া নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১ম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা বায়ান্ন টিভিকে জানান, ওই ছাত্রী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যমুনা ফিউচার পার্কের সামনে  ভিক্টর পরিবহনের একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের চাপায় পিষ্ঠ হয়ে শরীরের বিভিন্ন অঙ্গ ছিটকে যায়। ঘটনাস্থলই নদিয়া মারা যান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন