আর্কাইভ থেকে জাতীয়

শিশু জন্মের ২ বছরের মধ্যে নিবন্ধন সনদের সাথে পাবে একটি করে গাছ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন,   শিশু জন্মের ২ বছরের মধ্যে নিবন্ধন সনদের সাথে একটি করে গাছের চারা দেওয়া হবে। 

সকালে রাজধানীর আগারওগাঁওয়ে বঙ্গব্ন্ধুর জন্মশত বার্ষিকী ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রতিটি  ওয়ার্ডে ২ লাখ করে গাছের চারা দেয়ার ঘোষনাও দেন মেয়র।

 মেয়র জানান, গাছ লাগানোকে উৎসাহিত করতে বাড়ির ছাদে বাগান করলে, হোল্ডিং ট্যাক্সের উপর দশ ভাগ  মওকুফ করার হবে।

নগরীকে বাঁচাতে সবাইকে বেশি করে গাছের চারা রোপনের আহ্বান জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এর আগে বুধবার (১৭ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বাসাবাড়িতে ছাদবাগান করা হলে দশ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন