আর্কাইভ থেকে বিএনপি

আলজাজিরা ‘ভাইরাসকে’ কাউন্টার করতে সরকারের নতুন নাটক: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিল সরকারের নতুন নাটক। 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক রহমান ও দলের নেতা-কর্মীদের কারাগারে প্রেরণের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, বর্তমানে করোনাভাইরাসে বিশ্ববাসী আতঙ্কগ্রস্ত আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে আতঙ্কগ্রস্ত আল জাজিরা ভাইরাসে। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার মাধ্যমে এই আল জাজিরা ভাইরাসকে কাউন্টার করার জন্য নতুন নাটক তৈরি করা হচ্ছে।

রিজভী বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে কোনো সুযোগ না দিয়ে নড়াইলের একটি আদালতে সাজা দেয়া হলো। এরপর এখন আমরা কী দেখতে পাচ্ছি? স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের খেতাব নাকি কেড়ে নেয়া হবে। আর এই সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে এগুলো কিসের জন্য হঠাৎ করে সামনে নিয়ে আসলেন? এগুলোর পেছনে তো সরকার আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সাজা কেন? দেশের এই কীর্তিমান মহানায়কের খেতাব কেন কেড়ে নেয়া হবে?’

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন