পরাজয় দিয়ে ‘মিশন হেক্সা’ শুরু আর্জেন্টিনার
অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে হেক্স মিশন শুরু করেছে আর্জেন্টিনার যুবরা। প্রথম ম্যাচে প্যারাগুয়ে বিপক্ষে ২-১ গোলে পরাজয় বরণ করে মেসিদের উত্তরসূরিরা।
শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। প্যারাগুয়ে ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যায়। ঠিক তার দুই মিনিটের পর গোল পরিশোধ করে সমতায় ফেরে আলবিসেলেস্তারা। প্রথমার্ধে আর কোনো দল গোলের মুখ দেখেনি। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটের মাথায় পেনাল্টির পেয়ে পায় প্যারাগুয়ে। পেনাল্টি থেকে গোল করে ২-১ গোলে এগিয়ে যায় তারা। এরপর আর্জেন্টিনা গোল পরিশোধে চেষ্টা চালিয়ের গেলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় আগামীর মেসিদের।
কাতার বিশ্বকাপেও পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল আর্জেন্টিনার। সৌদির বিপক্ষে মেসিরাও হেরেছিল সমান ফলাফলে ২-১ ব্যবধানে। শেষ পর্যন্ত বিশ্বকাপে চ্যম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সিনিয়রদের মতো জুনিয়র আলবিসেলেস্তারা ঘুরে দাঁড়াতে পারবে কি না এটাই এখন দেখার বিষয়!
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
চলতি আসর বাদে মোট ২৮টি আসরে অংশ নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। এবার তাদের লক্ষ্য ‘হেক্সা মিশন’।