অলিম্পিকে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ক্রিকেট!
ক্রিকেটকে বিশ্বের কাছে আরও জনপ্রিয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। অনেকদিন ধরেই ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছে তারা। দলসংখ্যা কমিয়ে হলেও ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট চাইছে আইসিসি কর্তারা।
অলেম্পিকে ক্রিকেট আন্তরভুক্ত হবে কিনা এ জন্য অপেক্ষা করতে হবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত। নতুন খেলা অন্তর্ভুক্তকরণের বিষয়ে মার্চে সভায় বসবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কমিটি। সভার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাও আন্তর্জাতিক আইওসির সভায়। সভাটি অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাইয়ে।
তবে ক্রিকেটওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর মতে, অলিম্পিকে ক্রিকেট রাখা হলেও তাতে ছয়টির বেশি দল অংশগ্রহনের সুযোগ পাবে না।
আইসিসি ছেলে ও মেয়ে উভয় বিভাগে ছয় দলের ইভেন্ট প্রস্তাব করেছে অলিম্পিকের কাছে। তবে এখনো টুর্নামেন্টের কাঠামো চূড়ান্ত করেনি। তবে প্রস্তাব গৃহীত হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দল হয়তো সুযোগ পাবে অংশগ্রহনের। আর খেলা অনুষ্টিত হবে টি২০ ফর্মেটে। আইসিসিকে এমন একটি ফরম্যাট প্রস্তাব করতে বলা হয়েছিল, যেটা বিশ্বকাপে খেলা হয়। পরবর্তীতে আয়োজক কমিটির পরামর্শে টি-২০ ফর্মেটকে নির্ধারণ করা হয়।