আর্কাইভ থেকে ফিচার

বেশি পরিশ্রম করেন কে? নারী নাকি পুরুষ!

মানুষ সাধারণত শারীরিক ও মানসিক; এ দুই ধরনের পরিশ্রম করে থাকে। এরমধ্যে বিশ্বব্যাপী শারীরিক পরিশ্রমের পেছনে মানুষের প্রচুর শক্তি ও সময় ব্যয় হয়। কিন্তু নারী ও পুরুষের মধ্যে কারা বেশি পরিশ্রম করেন? এ প্রশ্নের উত্তর খুঁজেছেন নৃবিজ্ঞানীরা। এ বিষয়ে তাদের গবেষণার ফলাফল জানা গেছে সায়েন্স অ্যালার্ট-এ প্রকাশিত এক নিবন্ধ থেকে।

গবেষণায় জানা গেছে, যেসব ব্যক্তি (নারী বা পুরুষ যে-ই হোক না কেন) বিয়ের পর বাবার বাড়ি ছেড়ে দূরে বাস করেন, তাদেরকে নিজের বাড়িতে থাকা ব্যক্তির চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। তাই কোনো নারী বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে উঠলে তিনি কেবল প্রিয়জন বিচ্ছিন্নতার বেদনায়ই ভোগেন না, শারীরিক পরিশ্রমের কষ্টও করতে হয় তাকে।

বেশিরভাগ হান্টার-গ্যাদারার সমাজে পুরুষেরা শিকার আর নারীরা সংগ্রহের কাজ করেন। এতে আপাতভাবে পুরুষদের আবাস থেকে বেশি দূরে হাঁটতে হয়। কিন্তু অন্যসব সমাজে নারী-পুরুষের শ্রমবিভাজন কেমন?

যুক্তরাজ্যের ইউসিএল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইয়ুয়ান চেন ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক রুথ মেস এ বিষয়টি অনুসন্ধান করার জন্য তিব্বতের সীমান্তবর্তী এলাকার কয়েকটি কৃষিজীবী ও গোপালক গোষ্ঠীর ওপর একটি গবেষণা পরিচালনা করেছেন।

তাদের গবেষণার উদ্দেশ্য ছিল কোনো একটি পরিবারে নারী বা পুরুষের মধ্যে কারা বেশি পরিশ্রম করে এবং কেন করে তা নির্ধারণ করার পেছনের প্রভাবকগুলো খুঁজে বের করা। গবেষণাটি কারেন্ট বায়োলজি শীর্ষক জার্নালে প্রকাশিত হয়েছে।

বাস্তবে পরিবারগুলোতে নারী ও পুরুষ; এ দুই পক্ষের প্রভাব সমান থাকে না। এর ফলে বিবাহের মতো অংশীদারিত্বে এক পক্ষ বেশি পরিশ্রম করতে বাধ্য হন।

বাড়ির বাইরে যাওয়া

গবেষণাটির জন্য বিজ্ঞানীরা একটি পূর্বানুমান (হাইপোথিসিস) ব্যবহার করেছেন। হেটেরোসেক্সুয়াল বিয়েতে পৈতৃক আবাস ত্যাগ করে স্বামী বা স্ত্রীর বাড়িতে গিয়ে বাস করলে, স্ত্রী বা স্বামীর বেশি কাজ করতে হয়—এই হাইপোথিসিসটি পরীক্ষা করেছিলেন তারা।

পৈতৃক বাড়ি ছেড়ে স্বামী বা স্ত্রীর বাড়িতে গিয়ে ওঠার পর সদ্য বিবাহিত একজন মানুষ সম্পূর্ণ নতুন একটি পরিবেশে গিয়ে পড়েন। এ পরিবেশে কোনো রক্তের সম্পর্কের আত্মীয়স্বজন না থাকায় নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে কথা বলার ক্ষমতা কমে যায় তাদের।

বিশ্বের বিবাহরীতির সবচেয়ে সাধারণ রূপটি হলো, স্ত্রী তার নিজের বাড়ি ত্যাগ করে স্বামীর বাড়িতে গিয়ে ওঠেন। আর পুরুষ তার পৈতৃক বাড়িতেই থাকার সুযোগ পান। এটি প্যাট্রিলোকালিটি নামে পরিচিত।

অন্যদিকে নিওলোকালিটির ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ই তাদের পৈতৃক বাড়ি ত্যাগ করে নতুন বাড়িতে গিয়ে ওঠেন। এটিও পৃথিবীর অনেক দেশে একটি সাধারণ নিয়ম। আর স্ত্রীর পৈতৃক বাড়িতে স্বামী গিয়ে বাস করার ম্যাট্রিলোকালিটি প্রথা বিশ্বে বেশ বিরল।

বিয়ের পর স্বামী বা স্ত্রী কেউই বাড়ি ত্যাগ না করে একে অপরের থেকে আলাদা থাকাকে ডুয়োলোকালিটি বলা হয়। এ প্রথা একদম দেখা যায় না বললেই চলে।

তিব্বতের যে অঞ্চলে গবেষণাটি করা হয়েছে, সেখানে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে এ চারটি প্রথারই উপস্থিতি রয়েছে।

গবেষণাটি সম্পন্ন করার জন্য চীনের লানঝু বিশ্ববিদ্যালয় থেকে সহযোগিতা পেয়েছেন চেন ও মেস। তারা বিভিন্ন গ্রামের ছয়টি আলাদা নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫০০ জন মানুষের বিয়ের পর বাড়ি ত্যাগ করার বিষয়ে সাক্ষাৎকার নেন। এছাড়া এ মানুষগুলোর কাজের চাপ সম্পর্কে জানতে তাদেরকে ফিটবিটের মতো একটি অ্যাক্টিভিটি ট্র্যাকারও পরতে দেয়া হয়।

বেশি পরিশ্রম করেন নারীরা

গবেষণার প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নারীরা পুরুষের চেয়ে অনেক বেশি পরিশ্রম করেন। আর তাদের এ পরিশ্রমের বেশিরভাগ ফসল পরিবারগুলোতেই যায়। নারীদের কাছ থেকে জানা তাদের পরিশ্রমের পরিমাণ বিষয়ক তথ্য ও অ্যাক্টিভিটি ট্র্যাকার থেকে পাওয়া উপাত্তের মাধ্যমে এ বিষয়টির প্রমাণ পেয়েছেন দুই গবেষক।

এ নারীরা দৈনিক ১২,০০০ কদম হাঁটেন, যেখানে পুরুষেরা হাঁটেন ৯,০০০ কদম। অর্থাৎ পুরুষেরাও পরিশ্রম করেন, তবে তা নারীর তুলনায় কম। তারা অবসরযাপন বা সামাজিক কর্মকাণ্ড, অথবা স্রেফ ঘোরাঘুরি ও বিশ্রাম করেই বেশি সময় কাটান।

এর কিছুটা হতে পারে নারীরা পুরুষের চেয়ে শারীরিকভাবে গড়ে কম শক্তিশালী বলে। কারণ এর ফলে পরিবারে তাদের কোনো বিষয় নিয়ে দরকষাকষি করার ক্ষমতা কমে যায়।

গবেষণায় আরও জানা গেছে, যেসব ব্যক্তি (নারী বা পুরুষ যে-ই হোক না কেন) বিয়ের পর পৈতৃক বাড়ি ছেড়ে দূরে বাস করেন, তাদেরকে নিজের বাড়িতে থাকা ব্যক্তির চেয়ে বেশি পরিশ্রম করতে হয়।

তাই কোনো নারী বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে উঠলে তিনি কেবল প্রিয়জন বিচ্ছিন্নতার বেদনায়ই ভোগেন না, শারীরিক পরিশ্রমের কষ্টও করতে হয় তাকে।

যখন স্বামী-স্ত্রী দুজনই নিজেদের বাড়ি ছেড়ে নতুন বাড়িতে গিয়ে ওঠেন, তখন দুজনকেই বেশি পরিশ্রম করতে হয়। কারণ, এক্ষেত্রে পরিবারের অন্যদের সহযোগিতা পাওয়া থেকে বঞ্চিত হন তারা। তবে এ ধরনের নিওলোকালিটিতেও নারীকে বেশি পরিশ্রম করতে হয়।

গবেষণাটি অনুযায়ী, লিঙ্গভেদে শ্রমের সমবিভাজন কেবল তখনই ঘটে, যখন পুরুষ তার পৈতৃক বাড়ি ছেড়ে যান কিন্তু স্ত্রী তার বাড়িতে গিয়ে বাস করেন।

এসব ফলাফল থেকে গবেষকেরা বিশ্বব্যাপী পুরুষদের চেয়ে নারীরা কেন বেশি স্বগৃহ ত্যাগ করেন, এ নিয়ে একটি ধারণায় পৌঁছেছেন। গৃহপরিবর্তন পুরুষের জন্য আরামদায়ক কিছু নয়। এর ফলে পুরুষকে দৈনিক ২,০০০ কদম বেশি হাঁটতে হয়, যেখানে নারীর ক্ষেত্রে কেবল ১,০০০ কদম বেশি যোগ হয়।

কৃষিকাজ, গো-পালন, ও গৃহকর্মে সময় ও শক্তি বেশি ব্যয় করার ফলে অবসর সময় কমে যায়। বিবর্তনের দৃষ্টিকোণ থেকে দেখলে, উচ্চতর ফিটনেসে অবদান না রাখলে মানুষ সচরাচর বিশ্রাম হাতছাড়া করতে চায় না।

তবে গবেষণা করা এলাকায় বিশ্রাম নারী-পুরুষদের কাছে আকর্ষণীয় কোনো বিষয় কিনা তা এ গবেষণায় জানা সম্ভব হয়নি। বিশ্বের শহুরে এলাকাতে বর্তমানে নিষ্ক্রিয় জীবনযাপন ক্রমশ ছড়িয়ে পড়ছে।

পরিশ্রমের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য ঘরে ও বাইরে উভয় ক্ষেত্রেই দেখা যায়। বর্তমান গবেষণায় পুরুষদের চেয়ে নারীদের বেশি পরিশ্রম করার বিষয়ে একটি বিবর্তনীয় দৃষ্টিকোণ পাওয়া গিয়েছে।

কিন্তু ধীরে ধীরে এসবের পরিবর্তন ঘটছে। নিওলোকালিটি পরিবারে সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় সংসারের দায়িত্ব-কর্তব্য নিয়ে নারীদের কথা বলার সুযোগ বাড়ছে। এছাড়া নারীশিক্ষা, নারীর আয়, স্বায়ত্তশাসন ইত্যাদিও এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে।

এসব পরিবর্তনের ফলে বর্তমানে অনেক শহুরে, শিল্প ও শিল্প-পরবর্তী সমাজে এখন পুরুষেরা বেশি পরিশ্রম করছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন