আর্কাইভ থেকে শিক্ষা

পাঠ্যবইয়ে ভুলের চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে: শিক্ষামন্ত্রী

পরীক্ষামূলক সংস্করণ তাই কিছু ভুল থাকতেই পারে। বছর জুড়ে ভুলগুলো সংশোধন হবে। পাঠ্যবইয়ে ভুলের চেয়ে অসত্য ও অপপ্রচার বেশি হচ্ছে। অন্যদেশের বই দেখিয়েও মিথ্যা প্রচারণা হচ্ছে, যা দুঃখজনক। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২২ জানুয়ারি) রাজধানীতে নৈতিক শিক্ষাবিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি জানান, পাঠ্যবই সম্পাদনায় যারা ছিলেন ড. জাফর ইকবাল সহ অন্যরা তার ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছেন। মন্ত্রী বলেন, ২০১৩ সাল থেকে নবম-দশম শ্রেণিতে কিছু ভুল ছিল। যা আগে চোখে আসেনি। তথ্য গত বড় ভুল নয়। কিন্তু এবার এতদিন পর ভুলগুলো চোখে পড়েছে।

২০২৩ সালের নতুন পাঠ্যক্রম নিয়ে আস্থার সংকট হবে না জানিয়ে তিনি বলেন, পাঠ্যবইয়ে কিছু ভুল পাওয়া গেছে তা সংশোধন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া কোনো সাইট থেকে অনুবাদ তুলে দেওয়া ঠিক হয়নি। এ নিয়ে লেখক ও সম্পাদক বিবৃত্তি দিয়েছেন। পাঠ্যবইয়ে কিছু ভুল রয়েছে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সূক্ষ্মদৃষ্টি দিয়ে ভুল খুঁজে বের করায়, সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন