আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে সেমিতে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) হকি টিম 'খ' গ্রুপ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে ।
আজ রোববার (২২জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রথম খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হকি টিমের সাথে ২- ১ গোলে পরাজিত হয় কুবি। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে ওয়াকওভার পেয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যায় কুবি।
এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হকি খেলোয়াড় ওয়াকিল আহমেদ বলেন, ‘আমরা আমাদের টিম নিয়ে আশাবাদী। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো এবিলিটি রয়েছে। সেমিফাইনালে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর কাছে দোয়া প্রত্যাশী।’