আর্কাইভ থেকে আইন-বিচার

অশ্লীল ছবি-ভিডিও পাঠিয়ে হয়রানি, চিকিৎসক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে হয়রানির অভিযোগে একজন চিকিৎসককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি।

গ্রেফতারকৃত চিকিৎসকের নাম ডা. জোবায়ের আহমেদ (৩৮)।

আজ রোববার (২২ জানুয়ারি) ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা (এসি) এসব তথ্য জানান।

তিনি বলেন, তিনি পেশায় একজন চিকিৎসক। এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ভুক্তভোগী নারীর কাছ থেকে বিভিন্ন কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও নিয়ে তার মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তী সময়ে ওই নারী জোবায়েরের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানতে পেরে সম্পর্ক ছিন্ন করেন।

একপর্যায়ে চিকিৎসক জোবায়ের তার কাছে থাকা অশ্লীল ছবি ও ভিডিও ইনস্টাগ্রামের মাধ্যমে ওই নারীর কাছে পাঠিয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

এ সম্পর্কিত আরও পড়ুন